কলকাতাঃ জেলার পুলিশ কর্তাদের ভিডিও কনফারেন্সে ডেকে নবান্ন থেকে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিস কমিশনার সহ বিভিন্ন জেলার পুলিস সুপার ও পুলিস কমিশনারেটের কমিশনাররা। রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্কর পুরকায়স্থ ও ডিজি বীরেন্দ্রকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ সুপারদের পাখি পড়ানোর মতো বোঝানোর চেষ্টা করেছেন, বাংলায় সাম্প্রদায়িক অশান্তি লাগানোর চেষ্টা হতে পারে। যে কোনও ছুতোনাতায় তা শুরু করার ষড়যন্ত্রও হতে পারে। তাই চোখ-কান সর্বদা খোলা রাখতে হবে। এদিনের বৈঠক নিয়ে ১৬ আনা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করে নবান্ন। কনফারেন্স রুমের আশপাশে কোনও সাংবাদিককে ঘেঁষতে দেওয়া হয়নি। বৈঠকের পরে কোনও সাংবাদিক বৈঠকও হয়নি। জানা গেছে, বৈঠকে মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়েন চার জেলার এস পি।
এদিনের বৈঠকে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন –
১) মিম নামের অর্গানাইজেশন সংখ্যালঘুদের ভুল বোঝানোর চেষ্টা করছে। এলাকায় টহলদারি বাড়িয়ে সেদিকে খেয়াল রাখা জরুরি। সোর্স বাড়াতে হবে।
২) লোকাল থানার অনেক অফিসার রাজনৈতিক নেতাদের (ইঙ্গিত বিজেপি নেতাদের) সঙ্গে যোগসাজশ করছেন। এসব চলবে না।
৩) ঝাড়খণ্ড, বিহার সীমান্ত দিয়ে লোকজন ঢুকে পড়ছে । এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। থানার কাছে আগাম খবর থাকছে না কেন?
৪) পুলিশ যেন আরও সোর্স (যে সূত্র মারফত্ খবর পায় পুলিশ) বাড়ানোর চেষ্টা করে। সে জন্য তহবিলের অভাব হবে না।
৫) বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার পুলিশ আইনশৃঙ্খলা ঠিকমতো রাখতে পারছেনা। গন্ডগোল লেগে রয়েছে। সীমান্ত পেরিয়ে এসে অপরাধ করে চলে যাচ্ছে দুষ্কৃতীরা।
ফাইল চিত্র।