কলকাতা

টালা ব্রিজে যান-যন্ত্রণা: লঞ্চ চলবে কুটিঘাট থেকে মিলেনিয়াম পার্ক পর্যন্ত

কলকাতা: টালা ব্রিজে বন্ধ বাস চলাচল৷ যাত্রীদের হয়রানি থেকে রেহাই দিতে গঙ্গাবক্ষে লঞ্চ পরিষেবা চালু করল রাজ্য পরিবহন দফতর৷ এই পরিষেবা মিলবে কুটিঘাট থেকে মিলেনিয়াম পার্ক পর্যন্ত। রবিবার দিনও চালু থাকবে পরিষেবা। তবে, যাত্রী সংখ্যার ওপর নির্ভর করছে লঞ্চের সংখ্যা।বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে টালা ব্রিজ। বন্ধ রাখা হয়েছে ভারী গাড়ির যাতায়াত। তুলে ফেলা হয়েছে সিমেন্টের ভারী স্ল্যাব। শোনা যাচ্ছে, সেতুটি পুরোপুরি ভেঙে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷ আগামী ২ বছরের জন্য বিকল্প রোড ম্যাপ ঠিক করতে সম্প্রতি বাস-মিনিবাস, অটো,ট্যাক্সি, অ্যাপ ক্যাব ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কুটিঘাট থেকে বাগবাজার হয়ে মিলেনিয়াম পার্ক পর্যন্ত এই লঞ্চ পরিষেবা পাওয়া যাবে। লঞ্চের ভাড়া শুরু নয় টাকা থেকে।মূলত টালা ব্রিজে বাস বন্ধ হয়ে যাওয়ায় বরানগর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছিলেন। এই পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা৷