জেএনইউ কাণ্ডে জেরে উঠে আসে ‘টুকরে টুকরে গ্যাং’-এর নাম ৷ কখনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার কখনও খোদ প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে টুকরে টুকরে গ্যাঙের কথা ৷ আর এই ঘটনার পরেই, সম্প্রতি এক তথ্যের অধিকার কর্মী আরটিআই দায়ের করে টুকরে টুকরে গ্যাংয়ের হদিস জানার চেষ্টা করেন। এই দলের উত্পত্তি কোথায় ? এই টুকরে টুকরে গ্যাংয়ের সদস্যই বা কারা? এই গ্যাংটিকে ইউএপিএ ধারায় নিষিদ্ধ কেন করেনি কেন্দ্র? অবশেষে নানা টালবাহানার পর স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, ‘টুকরে টুকরে গ্যাংয়ের আসলে কোনও অস্তিত্বই নেই ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সমতুল্য কোন সরকারি সংস্থার রিপোর্টেও এর উল্লেখ নেই ৷