ভারত-জাপান টু প্লাস-টু আলোচনায় পাকিস্তানের সন্ত্রাসী ক্রিয়াকলাপের বিরুদ্ধে একযোগে ব্যবস্থা নেবে। পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংসের বিরুদ্ধে কংক্রিট ব্যবস্থা নিতে তত্পর ভারত ও জাপান উভয় দেশই। শনিবার এই মর্মেই সংকল্প নেয় ভারত ও জাপান। দুই দেশের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীর সংলাপে উঠে এসেছে এই অঙ্গীকার। সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে তারা সমস্ত প্রতিশ্রুতি মেনে চলাবে বলেও জানায়। বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স দ্বারা নির্ধারিত পদক্ষেপগুলিও সন্ত্রাসবাদ দমনে ব্যবহার করে চলবে বলে জানানো হয় দুই দেশের পক্ষে। ভারতের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন। আর জাপানিদের নেতৃত্বে ছিলেন বিদেশমন্ত্রী তোশিমিতসু মোতেগি এবং প্রতিরক্ষা মন্ত্রী তারো কোনো। নতুন টু প্লাস-টু কাঠামোর আওতায় এই আলোচনা গত বছর ১৩তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের মধ্যে হয়।