মালদা

টোটো বিধিনিষেধে পুরসভার কোনও হাত নেই জানালেন পৌরপিতা নিহার রঞ্জন ঘোষ

হক জাফর ইমাম, মালদা: মালদা জেলায় টোটো বিধিনিষেধে মালদা ইংরেজবাজার পুরসভার কোনও হাত নেই সাফ জানালেন পৌর পিতা নিহার রঞ্জন ঘোষ। মালদা-‌গ্রামের টোটোগুলিকে শহরে আসতে দেওয়া হচ্ছে না। এর ফলে গ্রামের টোটোচালকের বিক্ষোভের পথে নেমেছেন। দিকে দিকে অবরোধ করেও বিক্ষোভ দেখাচ্ছেন। এমনকী ইংরেজবাজার পুরসভার আবর্জনার গাড়ি আটকেও বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এর ফলে শহরের আবর্জনা ফেলার আর কোনও বিকল্প না পেয়ে সমস্যার পড়েছেন ইংরেজবাজার পুরসভা। যদিও পুরসভা সূত্রে জানা গেছে, টোটো নিয়ে বিধিনিষেধ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আরটিও দপ্তর যৌথভাবে করেছে। সেখানে পুরসভার কোনও হাত নেই। তার পরেও তাদরে আবর্জনার গাড়ি আটকানোর কোনও অর্থই হয় না। এদিন পুরসভার চেয়ারম্যান নীহার ঘোষ আন্দোলনকারীদের কাছে আবেদন জানিয়েছেন অবিলম্বে আবর্জনার গাড়িগুলি মুক্ত করার ব্যাপারে। এ ব্যাপরে বলতে গিয়ে চেয়্যারম্যান নীহার ঘোষ বলেন, ‘‌কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন আগে একটি নির্দেশিকা দিয়েছে, সেখানে     ই-রিকশার পরিবর্তে টোটো চালানোর কথা বলা হয়েছে। পাশাপাশি গ্রামের টোটোগুলিকে শহরে আসতে না দেওয়া ব্যাপারে জেলা প্রশাসন ২ মাস সয়য় দিয়ে তাদের সতর্ক করে। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে পুরসভার কোনও ভূমিকা নেই।’‌