অন্ধ্রপ্রদেশঃ আজ অন্ধ্রপ্রদেশের কর্নুলের একটি ফায়ারিং রেঞ্জ থেকে সফলভাবে ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম পরীক্ষা করা হয়েছে। এটি তৃতীয় প্রজন্মের অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজনীয়তার জন্য তৈরি করা হয়েছে, যা ক্ষেপণাস্ত্র সিস্টেমের তৃতীয় সফল পরীক্ষামূলক ফায়ারিং।
#WATCH Successful test firing of the Man Portable Anti Tank Guided Missile system by DRDO from a firing range in Kurnool, Andhra Pradesh, today. pic.twitter.com/h18JqHzFgp
— ANI (@ANI) September 11, 2019