শতাব্দীর পর তেজস এক্সপ্রেস। প্রধানমন্ত্রীর স্বপ্নের এক্সপ্রেস ট্রেনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন যাত্রীরা। আর তার জেরে তৈরি হল বিস্তর ক্ষোভ। এমনিতেই নতুন বছর পড়তেই প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। তার ওপর তেজস এক্সপ্রেসের ভাড়া বেশিই। সেখানে বেশি দাম দিয়ে খারাপ খাবার খেয়ে অসুস্থ হওয়ার কোনও মানেই হয় না বলে অভিযোগ যাত্রীদের। ঘটনাটি ঘটেছে কারমালি থেকে মুম্বইগামী তেজস এক্সপ্রেসে। যার খাবার খেয়ে অন্তত পাঁচজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। পেটে তীব্র ব্যথার সঙ্গে ঘন ঘন বমি করতে থাকেন তাঁরা। তেজস এক্সপ্রেসে দেওয়া ভেজ পোলাও খেয়েই তাঁরা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ।
রেল সূত্রে খবর, গত ১১ জানুয়ারি কারমালি থেকে মুম্বইগামী তেজস এক্সপ্রেসে রাতের খাবারে ভেজিটেবল পোলাও দেওয়া হয়েছিল যাত্রীদের। তা খাওয়ার সময়ই অনেকে পচা গন্ধ পান বলে অভিযোগ। এমনকী রাতরাতি অসুস্থ হয়ে পড়েন অন্তত পাঁচজন যাত্রী। এই বিষয়ে তেজস এক্সপ্রেসের দায়িত্বপ্রাপ্ত ক্যাটারিং সংস্থার কাছে অভিযোগ জানান তাঁরা। এমনকী চিকিৎসক নিয়ে আসার অনুরোধ করতে থাকেন। কিন্তু প্যান্ট্রিকারের কর্মীরা কোনও কথাই কানে তোলেননি বলে অভিযোগ উঠেছে। যদি এই বিষয়ে সাফাই দিয়েছে আইআরসিটিসি। তাঁদের এক আধিকারিক জানান, খাবারে কোনও সমস্যা ছিল না।