কলকাতা

দশমীতে মুষলধারে বৃষ্টি শুরু কলকাতায়

কলকাতা:  মুষলধারে বৃষ্টি শুরু কলকাতায়। বিশেষ করে সল্টলেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। পূর্বাভাস থাকা সত্ত্বেও সেই অর্থে পুজোর দিনগুলিতে তেমন বৃষ্টি হয়নি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। কিন্তু পুজো মিটতেই ভারী বৃষ্টিতে ভিজল কলকাতা এবং শহরতলী। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে।একদিকে দশমীতে চলছে বিসর্জন অন্যদিকে চলছে ঠাকুর দেখার পালাও। শহরের সমস্ত বড় প্যান্ডেলগুলিতে এখনও ঠাকুর রয়েছে। বিশেষ করে নাকতলা, চেতলা অগ্রণী, সুরুচি সহ কলকাতার সমস্ত হেভিওয়েট প্যান্ডেলগুলিতে প্রতিমা দর্শনে সাধারণ মানুষের লম্বা লাইন। ছাতা মাথায় দিয়েই চলছে প্রতিমা দর্শন।আলিপুর হাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হবে উত্তর ২৪ পরগণাতেও। আগামী কয়েক ঘন্টায় এই ঝড় বৃষ্টির পূর্বাভাস হবে বলে আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে।