দেশ

দ্বিতীয় আর্থিক প্যাকেজ নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের তরফে ফের আর্থিক প্যাকেজের ঘোষণা হতে পারে। এই সংক্রান্ত আলোচনার জন্যই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও অর্থমন্ত্রকের অন্যান্য আধিকারিকের সঙ্গে একাধিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই বৈঠকগুলিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যাপারে আলোচনা হয়েছে। এই মুহূর্তে ভারতের অর্থনীতিকে তুলে ধরার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারে একটি বিস্তারিত নকশা অর্থমন্ত্রকের তরফে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। অর্থমন্ত্রী ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মোদি। সেখানে লকডাউনের ভবিষ্যত্‍ নিয়ে প্রশাসনিক স্তরে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কয়েক দিনের মধ্যে একটি দ্বিতীয় আর্থিক প্যাকেজ ঘোষণা করার চিন্তাভাবনা করছে কেন্দ্র। আর তাই বৈঠক করছেন প্রধানমন্ত্রীর।