কলকাতা

নজরুল মঞ্চে কন্যাশ্রী দিবসের ষষ্ঠ বর্ষ উদযাপনে মুখ্যমন্ত্রী

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ কন্যাশ্রী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার জেলায় জেলায় কন্যাশ্রী কলেজ তৈরি চেষ্টা করছে রাজ্য সরকার। বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজার মতো মন্ত্রীরা। নজরুল মঞ্চে ছিল কন্যাশ্রী দিবসের সরকারি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা না থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়ে যান সেখানে। সেখানে গিয়ে কন্যাশ্রীর কন্যাদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী কন্যাশ্রী কন্যাদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং জেলায় জেলায় কন্যাশ্রী কলেজ তৈরির সরকারি পরিকল্পনার কথা জানান। প্রকল্পে কী কী সুবিধা রাজ্য সরকার দিচ্ছে, তাও বিস্তারিত জানান। এবার ছয় বছরে পড়ল কন্যাশ্রী প্রকল্প। এখনও পর্যন্ত প্রায় ৬০ লক্ষ ছাত্রী উপকৃত হয়েছেন।