নন্দীগ্রামে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির অভিনন্দন যাত্রা ঘিরে উত্তেজনা। টেঙ্গুয়া থেকে পদযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রেয়াপাড়ায় দিলীপ ঘোষকে আটকায় পুলিস। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়েছে। দিলীপ ঘোষের ট্যাবলোও আটকানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই পদযাত্রার অনুমতি নেওয়া হয়নি বলে পুলিসের পক্ষ থেকে অভিযোগ। পুলিস সূত্রে খবর, নাগরিক আইনের সমর্থনে অনুমতি না নিয়েই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে অভিনন্দন যাত্রা বের করেছিল বিজেপি। চণ্ডীপুর থেকে নন্দীগ্রামে যাওয়ার পথে রেয়াপাড়াতে পুলিস তাদের বাধা দেয়। তারপরই পুলিসের সঙ্গে প্রথমে বচসা তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। আটকে দেওয়া হয় দিলীপ এবং বিজেপি নেতা সায়ন্তন বসুর গাড়ি। পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির অভিযোগ, নন্দীগ্রামের কেন্দুয়া মোড় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করার কথা তাদের পূর্ব নির্ধারিত ছিল এবং তার জন্য তারা পুলিসের অনুমতিও নিয়েছিল। পুলিসের পাল্টা অভিযোগ, মিছিলের কারণে নন্দীগ্রামের দুটি খেয়াঘাট বন্ধ রেখেছে বিজেপি জেলা নেতৃত্ব।