‘নারী নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি‘
নয়াদিল্লিঃ ২০১২-র দিল্লি নির্ভয়া গণধর্ষণ ও হত্যা কাণ্ডের প্রতিবাদে রাস্তায় বেড়িয়ে প্রতিবাদ করেছিল হাজার হাজার মানুষ। সেদিন দাবি ছিল, ‘ধর্ষকদের শাস্তি চাই।’ ২০১৯-এ ফের রাজপথে মানুষের বিক্ষোভ। এবারও দাবি একই, ‘ধর্ষকদের শাস্তি চাই।’ তেলেঙ্গানা-উন্নাওয়ের পরপর গণধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে এবার দিল্লির রাজপথে স্বতঃফুর্ত প্রতিবাদে সামিল হলেন নাগরিকরা। উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে ক্ষুব্ধ নাগরিকদের ক্ষোভ, ‘নারী নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি।’ তাই দিল্লির রাজঘাট থেকে মোমবাতি মিছিল করে ইন্ডিয়া গেট পর্যন্ত পৌঁছয় মিছিল। মিছিল সামিল কলেজ পড়ুয়া থেকে বৃদ্ধ-বৃদ্ধাও। হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে হাঁটতে দেখা যায় অনেককেই। ইন্ডিয়া গেটের কাছে মিছিল আটকে দেয় পুলিশ। তবে ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এরপরই বিক্ষোভকারীদের হটাতে জলকামান ব্যবহার করে পুলিশ।