কালিম্পং জেলার নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে ফের ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। গত ৩ ফেব্রুয়ারি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৫০০ ফুট উচ্চতায় চৌদাফেরি এলাকায় সন্ধ্যা ছ’টা নাগাদ বাঘের ছবি ধরা পড়ে। পরের দিন সকালে ওই বাঘটিকে সরাসরি দেখতে পান বনকর্মী অজিত রাইও।