দেশ

প্রধানমন্ত্রীর উজ্জ্বল ত্বকের রহস্য ‘ঘাম দিয়ে মুখ ম্যাসাজ’

আজ শিশুদের সাহসিকতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর ৪৯ জন পুরস্কার প্রাপকের সঙ্গে খোলামেলা আলোচনা করলেন তিনি। সেখানেই তিনি জানালেন তাঁর উজ্জ্বল মুখের রহস্য। তাঁর কথায়, ‘বহুদিন আগে একজন আমাকে প্রশ্ন করেছিলেন, আপনার মুখ সবসময় এমন উজ্জ্বল দেখায় কেন? আমি একটা সহজ উত্তর দিয়েছিলাম। তাঁকে বললাম, আমি কঠোর পরিশ্রম করি। তাতে আমার প্রচুর ঘাম হয়। এর ফলে আমার মুখের ম্যাসাজ হয়ে যায়। তার ফলেই মুখটা দেখায় উজ্জ্বল।’ তিনি শিশুদের উপদেশ দেন, ‘প্রত্যেকেরই যেন দিনে অন্তত চারবার খুব ঘাম হয়।’ তিনি বলতে চেয়েছেন, যে ৪৯ জন পুরস্কার পেয়েছে, তারা যেন কঠোর পরিশ্রম করে। তার ফল পেতে দেরি হলেও যেন হতাশ না হয়ে পড়ে। তাঁর কথায়, ‘আমাদের সামনে দু’টি পথ আছে। প্রথম পথটা এইরকম—কেউ হয়তো অনেক পুরস্কার পেল, সম্মান পেল এবং তার ফলে হয়ে উঠল উদ্ধত। তখন সে পরিশ্রম করা কমিয়ে দিল। আর এক রকমের মানুষ আছে যারা পুরস্কার পেলে আরও কঠোর পরিশ্রম করার উত্‍সাহ পায়।’