বিদেশ

প্রবল মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সান্তিয়াগো

সান্তিয়াগো: রবিবার প্রবল কম্পনে কেঁপে উঠল চিলি৷ প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ভূমিকম্পের কারণে খুব বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস দেয়নি। চিলির জাতীয় জরুরি সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷ইউএসজিএসর রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১০ টা ৫ মিনিটে হয়েছিল৷ রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ২২৫ মাইল দক্ষিণে কম্পনের উৎসস্থল ছিল। গভীরতা ভূপৃষ্ঠের ১০.৩ মাইল নিচে ছিল। ভূমিকম্পের পরে স্থানীয় বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় অনেকগুলি ভিডিও শেয়ার করেছে।