ইন্দ্রনীল সেন, নয়াদিল্লিঃ প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। সংকটজনক অবস্থায় তাঁকে ভরতি করা হয় নয়াদিল্লির এইমস হাসপাতালে। তাঁর চিকিত্সার জন্য গঠন করা হয় মেডিক্যাল বোর্ডও। দ্রুত এইমসে উপস্থিত
হন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন, পীযূষ গয়াল ও নীতিন গড়করি, অশ্বিনি চৌবেরা। কিন্তু, কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু সংবাদ আসে। সুষমা স্বরাজ প্রথম মোদি সরকারে বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলেছেন। বিদেশমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতরে মানবিকতার ছোঁয়া এনেছিলেন তিনি। সাধারণ মানুষের আবেদনে ব্যক্তিগত ভাবে
সাড়া দিয়েছেন সুষমা স্বরাজ । এমনকি পাকিস্তানের বাসিন্দাকেও চিকিত্সা ভিসা দিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। তাঁর মৃত্যু সংবাদে রাজনৈতিক মহলে নেমে আসে শোকের ছায়া। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, সুষমা স্বরাজের প্রয়ান তাঁর ব্যক্তিগত ক্ষতি।
Sushma Ji was a prolific orator and outstanding Parliamentarian. She was admired and revered across party lines.
She was uncompromising when it came to matters of ideology and interests of the BJP, whose growth she immensely contributed to.
— Narendra Modi (@narendramodi) August 6, 2019
মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, সুষমা স্বরাজ জি-র অকস্মাত্ প্রয়াতে শোকস্তব্ধ ও স্তম্ভিত। ১৯৯০ থেকে চিনি তাঁকে। আদর্শ আলাদা হলেও সংসদে দারুণ সময় কাটিয়েছি আমরা। দারুণ রাজনীতিবিদ, নেতা, ভালো মানুষ ছিলেন। ওনার অভাব অনুভব করব। তাঁর পরিবার ও অনুগামীদের সমাবেদনা জানাই।
Deeply saddened, shocked at the sudden passing away of Sushma Swaraj Ji.I knew her since the 1990s.Even though our ideologies differed, we shared many cordial times in Parliament. An outstanding politician, leader, good human being.Will miss her.Condolences to her family/admirers
— Mamata Banerjee (@MamataOfficial) August 6, 2019
We are saddened to hear about the untimely demise of Smt Sushma Swaraj. Our condolences to her family and loved ones. pic.twitter.com/T9wg739c8i
— Congress (@INCIndia) August 6, 2019
সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
Saddened to hear of Sushma ji’s passing away. Heartfelt condolences to Shri Swaraj Kaushal and Bansuri. https://t.co/lwqdTvuhiy
— Sitaram Yechury (@SitaramYechury) August 6, 2019