দেশ

প্রয়াত বলিউডের খ্যাতনামা অভিনেতা ইরফান খান

চির নিদ্রায় শায়িত হলেন বলিউডের খ্যাতনামা অভিনেতা ইরফান খান। কোলনে সংক্রমণের কারণে মঙ্গলবার রাতেই মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। তাঁর মৃত্যুর খবর প্রকাশ হতেই ভেঙে পড়ে সিনেমা জগত্‍ থেকে রাজনৈতিক আঙিনায় থাকা মানুষের মন। তাঁকে শ্রদ্ধা জানিয়ে একের পর এক টুইট করতে থাকেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে রাহুল গান্ধী। টুইটে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী এদিকে টুইট বার্তায় লেখেন, ‘ইরফান খানের মৃত্যু সিনেমা জগতের জন্য এক বিশাল বড় ধাক্কা। চিরকাল তাঁর সিনেমা ও কাজ লোকে মনে রাখবে। তাঁর সহকর্মী ও পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি।’ শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ও এক টুইট বার্তায় এদিন লেখেন, ‘ইরফান খান প্রয়াত হওয়ার খবরে আমি খুব দুঃখ পেয়েছি। তিনি চলে গিয়েছেন, তবে তাঁর পিছনে রয়ে গিয়েছে তাঁর অসংখ্যা কাজ। পরবর্তী প্রজন্ম তাঁকে এই দিয়েই মনে রাখবে। আমার এখন মনে আছে কয়েক বছর আগে কলকাতায় তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর সহকর্মী ও পরিবারের প্রতি আমার সমবেদনা

রইল।’ শেষবার ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতাকে।তাঁর মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন বলিউডে অভিনেতা শাহরুখ খানও। ট্যুইট করে শাহরুখ লিখলেন, ‘আমার বন্ধু, আমার অনুপ্রেরণা এবং আমাদের সময়ের সেরা একজন অভিনেতাকে হারালাম । ভগবান তোমার আত্মাকে আর্শিবাদ করুন । খুব মিস করব তোমাকে…’। ট্যুইট করে সলমন লিখলেন, ‘ভারতীয় সিনেমার জগতে এ এখ অপূরণীয় ক্ষতি । তাঁর ফ্যান, তাঁর পরিবারের জন্য আরও বড় ক্ষতি । আমার সমবেদনা রইল ইরফানের পরিবারের প্রতি । ভাই তোমাকে খুব মিস করব । তোমার আত্মার শান্তি কামনা করি ।’ বলিউড অভিনেত্রা মনীষা কৈরালা ইরফানের হারটা তাই মেনে নিতে পারছেন না তিনি। টুইটারে লিখেছেন,”তোমার সঙ্গে আধ্যাত্মবাদ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা, ছবি-বই নিয়ে কথা এসব আমার সঞ্চয় থাকবে। তোমার বিকল্প কোনও বন্ধুও পাব না আমি। আর তোমার সেই সব অবিস্মরণীয় কাজ আমাদের হৃদয়ে থাকবে চিরকাল।” ক্যানসারকে সদ্য হারিয়ে এসেছেন আরেক অভিনেত্রী সোনালি বেন্দ্রেও। টুইটারে সোনালি লিখেছেন, “ইরফান, তুমি যে অভিনয়ের ঘরানার জন্ম দিয়েছিলে, তার মধ্যেই বেঁচে থাকবে তুমি।”অমিতাভ বচ্চন হতবাক।’অসামান্য অভিনয়শৈলী। সিনেমা জগতে তাঁর এই শূন্যতা পূর্ণ করবে কে?”প্রশ্ন অমিতাভের। ‘পিকু’-তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। আজ কি হঠাত্‍ করেই তাঁর সঙ্গে কাটানো সেই শুটিং ফ্লোরের না বলা গল্পগুলো বেশি করে মনে পড়ছে অমিতাভের?