ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব কিছু ঠিক থাকলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটাই হবে ট্রাম্পের প্রথম সফর। যদিও, এখনও সরকারিভাবে ওয়াশিংটন অথবা নয়াদিল্লির তরফে এবিষয়ে কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে ঝুলে থাকা একটি ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে ট্রাম্পের সফরে। পাশাপাশি, ভারতের জেনেরালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস বা জিএসপি তকমা বহাল রাখার ব্যাপারেও ট্রাম্পের সঙ্গে কথা হতে পারে বলে খবর। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছে, আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। তাই নতুন বছরের গোড়ার দিকেই ভারতে আসতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, গত ২০১৯ সালের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজেও আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্টকে। যদিও, পূর্বনির্ধারিত কর্মসূচির দোহাই দিয়ে ওই সফর বাতিল করে দেন ট্রাম্প।
ফাইল চিত্র।