আজ বিকেলে আচমকাই ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। সঙ্গে প্রবল বজ্রপাত। বাজ পড়ে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে চার জনের। তাঁদের মধ্যে তিন জন পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা। অন্য দিকে, কলকাতায় ভিক্টোরিয়ার সামনে বাজ পড়ে মারা গিয়েছেন এক ব্যক্তি। একইসঙ্গে রিজেন্ট পার্ক এলাকার এক বাসিন্দা বাজের শব্দ-আলোয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সব মিলিয়ে গোটা রাজ্যে আহত হয়েছেন অন্তত ১৬ জন। এ দিন বিকেল সওয়া তিনটে নাগাদ কলকাতায় শুরু হয় বজ্রবিদ্যুত্-সহ তুমুল বৃষ্টি। পুলিশ জানিয়েছে, সেই সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ দিকের গেটের কাছে সপরিবারে দাঁড়িয়ে ছিলেন দমদমের বাসিন্দা সুবীর পাল।