জেলা

বনগাঁ পৌরসভায় ১৪-০ ভোটে জয়ী তৃণমূল, ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

বনগাঁ পৌরসভায় অনাস্থা ভোটে জয়ী তৃণমূল ৷ বিরোধীরা অনাস্থা প্রস্তাব ডেকেছিল ৷ হাইকোর্টের নির্দেশে আজ জেলাশাসকের অফিসে অনাস্থা ভোট হয় ৷ জেলশাসক চৈতালি চক্রবর্তী এই ভোটের ফলাফল ঘোষণা করে জানান, ১৪-০ ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এদিনের ভোটাভুটিতে হাজিরই হননি বিজেপি কাউন্সিলররা। এই ইস্যুতেই হাইকোর্টে ফের মামলা দায়ের করেছে বিজেপি। তাদের অভিযোগ, এই আস্থা ভোট বৈধ নয়। কারণ যাঁরা তৃণমূল চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন, তাঁরা ফের তৃণমূলে চলে গিয়েছে। এই বিষয়টি  তুলে ধরেই বৃহস্পতিবারই হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরফের এজলাসে মামলা দায়ের করেছে বিজেপি। আজই হবে শুনানি।

 ফাইল চিত্র।