কলকাতা জেলা

বিক্ষোভের জেরে বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন, দুর্ভোগের মুখে যাত্রীরা

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গোটা দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন চলছে ।পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম। উলুবেরিয়া থেকে শুরু হয়েছিল যে বিক্ষোভ তা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। কোথাও স্টেশন মাস্টার এর চেম্বার পুড়িয়ে দেওয়া হয়েছে ,কোথাও লাইন উপড়ে ফেলার চেষ্টা হয়েছে, কোথাও লাইনের উপর সমস্ত আসবাবপত্র জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বাতিল হয়েছে একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন। আর এসবের ফলে অনির্দিষ্টকালের জন্য কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ল উত্তরবঙ্গ। এই পরিস্থিতিতে যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনের। ফলে যাতায়াতের জন্য বাসের উপরেই ভরসা করতে হচ্ছে বেশিরভাগ মানুষকে। সুযোগ বুঝে বেড়েছে বাসের ভাড়া। ধর্মতলায় মানুষের ভিড়। বেশি ভাড়া দিয়েই যেতে হচ্ছে তাঁদের।