ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও মানুষদের বাড়ি ফেরাতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার৷ বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানিয়েছে, বাসে করে এই ধরনের আটকে থাকা মানুষকে ফেরানোর ব্যবস্থা করতে পারে রাজ্যগুলি৷ সামাজিক দূরত্ব, শারীরিক পরীক্ষা সহ যাবতীয় সতর্কতা অবলম্বন করেই সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নিজেদের মধ্যে আলোচনা করে ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ আটকে থাকা মানুষকে ফেরানোর বিষয়টি দেখাশোনা করার জন্য প্রতিটি রাজ্যকেই নোডাল কর্তৃপক্ষ নিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্দেশিকায় বলা হয়েছে, লকডাউন চলার কারণে পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, ছাত্র এবং অন্যান্য অনেকেই ভিন রাজ্য আটকে রয়েছেন৷ তাঁদেরকে ফেরাতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ পাশাপাশি এই ধরনের মানুষকে এক রাজ্য থেকে আর এক রাজ্যে ফেরানোর সময় যাবতীয় বিধিনিষেধ মেনে চলতে হবে বলেও উল্লেখ করা হয়েছে৷ ভিনরাজ্যে আটকে থাকা মানুষকে উদ্ধারের জন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিজেদের মধ্যে আলোচনা করে সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে৷ একমাত্র যাঁদের মধ্যে করোনার কোনও উপসর্গ থাকবে না, তাঁদেরকেই এক রাজ্য থেকে অন্যত্র যাওয়ার অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে৷