ভোটার কার্ডই নাগরিকত্বের প্রমাণ। কিন্তু এক্ষেত্রে আধার কার্ড পর্যাপ্ত নয়। ২০১৭ সাল থেকে চলে আসা একটি মামলার রায়ে এমনটাই জানাল মুম্বইয়ের একটি আদালত।
২০১৭ সালে আব্বাস শেখ এবং রাবিয়াখাতুন শেখ নামে দু’জনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হয়। মামলা গড়ায় আদালত পর্যন্ত। দীর্ঘদিন শুনানি চলার পর অবশেষে সেই মামলার রায় জানাল আদালত। রায়ে বিচারক স্পষ্ট জানান, ভোটার কার্ডই নাগরিকত্বের প্রমাণ। আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের সাহায্যে কখনই নাগরিকত্ব প্রমাণ করা যায় না। কারণ এগুলো নাগরিকত্ব প্রমাণ করার জন্য বানানোই হয়নি। রায়ে আদালতের পক্ষ থেকে বলা হয়, ‘জন্ম শংসাপত্র, ডোমিসাইল শংসাপত্র, বোনাফাইড শংসাপত্র, পাসপোর্টের মতো জিনিসগুলিই কোনও ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ করতে পারে। সেক্ষেত্রে ভোটার কার্ড অবশ্যই নাগরিকত্বের প্রমাণ, কারণ ভোটার কার্ড তৈরির সময় প্রত্যেককেই ফর্ম ৬ পূরণ করতে হয়। যেখানে জানাতে হয় তিনি ভারতীয় নাগরিক কি না। আর এই তথ্য ভুল দেওয়া মানে ওই ব্যক্তি আইনের চোখে অপরাধী প্রমাণিত হবেন। তাঁকে সাজা ভুগতে হবে।’ আর এই মামলার ক্ষেত্রে বিচারক জানান, আদালতে আব্বাস এবং রাবিয়া খাতুনের পেশ করা তথ্যগুলি যে ভুয়ো, তা প্রমাণ করতে পারেনি অভিযোগকারীরা। আর তাই এই দু’জন বাংলাদেশি নয়, তাঁরা ভারতীয়।