দেশ

মহিলাদের সুরক্ষায় দিল্লিতে চলবে ১৩ হাজার বাস, ভাইদুজের উপহার কেজরিওয়ালের

নয়াদিল্লিঃ ভাইদুজ-এ দিল্লির মহিলাদের সুরক্ষায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বাড়িয়ে দিলেন বাসের সংখ্যা। তিনি জানান, মঙ্গলবার থেকে শহরের রাস্তায় ১৩ হাজার মার্সাল বাস চলবে। কিছুদিন আগেই আপ সরকার ঘোষণা করেছে যে ডিটিসি বাসে মেয়েরা বিনামূল্যে যাতায়াত করতে পারবে। দিল্লিতে মার্সাল বাসের সংখ্যা প্রায় ৩,৪০০টি। ত্যাগরাজ স্টেডিয়ামের সমাবেশ বক্তব্য করতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিবাসীর কাছে সরকারি বাসে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আর্জি জানান। তিনি এই নতুন পদক্ষেপ নিয়ে যথেষ্ট আশাবাদী এবং তিনি আশ্বাস দেন যে বাসে মহিলারা নিরাপদ থাকবেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌মঙ্হলবার ভাইদুজের পবিত্র দিনে আমরা মার্শাল বাস বাড়িয়ে তা ১৩ হাজার করেছি।’‌ মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আপ সরকার যে হারে মার্শাল বাসের সংখ্যা বাড়িয়েছে তা বিশ্বে কোথাও হয়নি বলে মনে করিয়ে দেয় আপ সরকার। অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘‌দিল্লি একটা বড় পরিবারের মত। আর আমি সেই পরিবারের বড় সন্তান। আর বড় সন্তান হওয়ার সুবাদে আমি দিল্লির সব বোন, মা ও মেয়েদের বাসের খরচ বহন করব।’‌