বিনোদন

মুক্তি পেল শাহরুখ কন্যার প্রথম ছবি

মুক্তি পেল শাহরুখ কন্যা সুহানা খানের প্রথম ছবি। বি-টাউনে পা দেওয়ার আগেই একটি বিদেশি শর্ট ফিল্মে মুখ দেখালেন সুহানা খান। আর প্রথম দর্শনেই ভক্তদের মন জয় করে নিলেন তিনি । সকলেই একবাক্যে শিকার করছেন লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন সুহানা । সম্প্রতি একটি শর্ট ফিল্মে কাজ করেছেন শাহরুখ-কন্যা। ইউটিউবে পাওয়া যাচ্ছে সেই ছবি। কিছুদিন আগেই সামনে এসেছিল সুহানা খান অভিনীত প্রথম শর্ট ফিল্মের টিজার। The Grey Part of Blue নামে এই ছবিটি সুহানা তাঁর ইংল্যান্ডের বন্ধুদের সঙ্গে মিলে বানিয়েছেন। শর্ট ফিল্মটিতে দেখা গিয়েছে সম্পর্কের টানাপোড়েনের গল্প।