দেশ বিনোদন

‘মোদি সরকার অহঙ্কারী, অশিক্ষিত ও ভীতু’, ক্ষোভ প্রকাশ অনুরাগের

নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে উত্তাল গোটা দেশ। এই বিরোধিতায় সামিল হয়েছেন বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব। বলিউডের পরিচালক ও প্রযোজক অনুরাগ কাশ্যপ তার মধ্যে অন্যতম। এবার কেন্দ্রের মোদী সরকারকে অহঙ্কারী, অশিক্ষিত ও ভীতু বলে তোপ দাগলেন অনুরাগ। বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমের সামনে অনুরাগ বলেন, “দিল্লিতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। মেট্রো বন্ধ করে দেওয়া হয়েছে। এটা এক ভীতু সরকার যার একমাত্র লক্ষ্য ভোটে জেতা।” গ্যাংস অফ ওয়াসিপুর, ব্ল্যাক ফ্রাইডের মতো ছবি করা অনুরাগ আরও বলেন, “মানুষকে আটক করা হচ্ছে। তাঁদের প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না। এই অবস্থা ও জরুরি অবস্থার মধ্যে কী ফারাক রয়েছে? নরেন্দ্র মোদি সবসময় কংগ্রেসকে দোষ দেন। আজ তিনি নিজেই ইন্দিরা গান্ধীর মতো কাজ করছেন। অমিত শাহ সঞ্জয় গান্ধীর চরিত্র করছেন। তাহলে তাঁদের সঙ্গে কংগ্রেসের কী পার্থক্য থাকল?