কলকাতা

মৌলালির বস্তিতে আগুন

রবিবার মৌলালির একটি বেসরকারি স্কুল সংলগ্ন বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। যদিও আগুন বেশি ছড়িয়ে পড়েনি। ৪৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। জানা গিয়েছে, বস্তির দু’টি ঘর পুরোপুরি পুড়ে গিয়েছে। কোনও কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দু’টি ঘর পাশাপাশি ছিল। সেই দু’টি ঘর পুড়ে গিয়েছে। সেখান থেকেই আগুন ছড়ায়। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনা কোনও হতাহতের খবর নেই।  অন্যদিকে  কুলপির বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের গাজিপুর এলাকায় আগুন লেগে পুড়ে গেল এক বাড়ি। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে হঠাৎই গিয়াসউদ্দিন গাজির বাড়িতে আগুন লেগে যায়। মাটির বাড়ির উপরে খড়ের ছাউনি থাকায় কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কোনওরকমে মাটির দেওয়াল ভেঙে বাড়ির ভিতর থেকে দু’জনকে বাইরে বের করে নিয়ে আসা হয়।