দেশ

যত দ্রুত সম্ভব পর্যটকদের জম্মু-কাশ্মীর ছাড়ার নির্দেশ

জম্মু-কাশ্মীরঃ যত দ্রুত সম্ভব অমরনাথ যাত্রী ও পর্যটকদের জম্মু কাশ্মীর থেকে সরে যেতে বলেছে রাজ্য সরকার। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরেই এই নির্দেশ দেওয়া হয়। অমরনাথ যাত্রীদের টার্গেট করে জঙ্গি হামলা হতে পারে এমন গোয়েন্দা রিপোর্ট পেয়েছে সেনাবাহিনী। এতে করে কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে থাকা পর্যটক ও অমরনাথ যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে অতি সত্ত্বর উপত্যকা ছেড়ে চলে যেতে। ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার পাকিস্তানে তৈরি অস্ত্র উদ্ধার হয়েছে কাশ্মীর থেকে। অমরনাথ যাত্রাপথে একটি ল্যান্ডমাইন ও একটি স্নাইপার রাইফেল পাওয়া গিয়েছে। অন্যদিকে, প্রথমে ১০ হাজার, তারপরে আরও ২৮ হাজার জওয়ান পাঠানো হয়েছে কাশ্মীরে। ২৮০ কোম্পানি আধা সেনা ইতিমধ্যেই মোতায়েন হয়েছে।