সোমবার সংসদে ওবিসি, দলিত ইস্যুতে সরব হয়েছিলেন রাহুল। জাতিভিত্তিক জনগণনার দাবিতে তিনি সরব হন। এরপর মঙ্গলবার তার জবাব দিতে গিয়ে বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর নাম না করে রাহুলকে খোঁচা দেন। ভরা সংসদে দাঁড়িয়ে অনুরাগ বলেন, ‘যাঁর জাত জানা নেই, তিনি জাতিভিত্তিক জনগণনার কথা বলেন।’ এই মন্তব্যে কার্যত লোকসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পাল্টা রাহুল বলেন, ‘এটা আমাকে গালি দেওয়া হল, এটা আমাকে অপমান করা হল।’ অনুরাগের মন্তব্যের পরই সংসদে তীব্র হইহট্টোগোল শুরু হয়। অনুরাগের বক্তব্যের মাঝে বাধা দিতে দেখা যায় রাহুলকে। সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এরপর ক্ষোভ উগরে দিয়ে পাল্টা বলেন, ‘যে কেউই এই দেশে দলিত, আদিবাসীদের কথা বলেন, যাঁরাই তাঁদের জন্য লড়েন, তাঁরা গালি খান। এই সব গালি আমি খুশি হয়ে খাব….।’ রাহুল এরপর ফের একবার সংসদে মহাভারতের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘মহাভারতের কথা হয়েছে। মহাভারতে অর্জুন শুধু মাছের চোখ দেখেছে.. সেরকমই আমিও মাছের চোখ দেখছি… জাতি জনগণনা আমরা করিয়ে ছাড়ব।’ এরপর রাহুল বলেন, ‘আপনাদের যত গালি দেওয়ার আছে দিন.. ।’ এরপর স্পিকারের আসনে বসা জগদম্বিকা পালের সঙ্গে কথোপকথন হয় রাহুলের। রাহুল স্পষ্ট ভাষায় বলেন, ‘স্পিকার স্যার… অনুরাগ ঠাকুর আমায় গালি দিয়েছেন, আমায় অপমান করেছেন। তবে আমি অনুরাগ ঠাকুরের থেকে কোনও ক্ষমা চাইতে বলছি না। আমার ক্ষমার দরকার নেই। আমি লড়াই লড়ছি… আপনাদের যত গালি দেওয়ার দিন.. আমার আপনাদের ক্ষমরা দরকার নেই।’ এরপর স্পিকারের আসনে বসা জগদম্বিকা পালের সঙ্গে কথোপকথন হয় রাহুলের। রাহুল স্পষ্ট ভাষায় বলেন, ‘স্পিকার স্যার… অনুরাগ ঠাকুর আমায় গালি দিয়েছেন, আমায় অপমান করেছেন। তবে আমি অনুরাগ ঠাকুরের থেকে কোনও ক্ষমা চাইতে বলছি না। আমার ক্ষমার দরকার নেই। আমি লড়াই লড়ছি… আপনাদের যত গালি দেওয়ার দিন.. আমার আপনাদের ক্ষমরা দরকার নেই।’ এরপর রাজীব গান্ধীর প্রসঙ্গ তুলে অনুরাগ বলেন, ‘সেই সময়ে প্রধানমন্ত্রী মাননীয় RG-1 জি বলেছিলেন, ওবিসি সংরক্ষণের বিরোধিতা করি। এবার ঠিক করুন উনি সঠিক নাকি ইনি। আপনাদের পার্টি ভুল, নাকি আপনি ভুল? …সেই সময়ের প্রাক্তন প্রধানমন্ত্রী IG বলেছিলেন.. জাত না পাত…।’ এরপর অনুরাগ ঠাকুর মন্ডল কমিশনের কথা তোলেন। তিনি বলেন, সেগুলি লাগু করলে আজ ওবিসি অফিসার বেশি হতেন। তিনি বলেন, নেহরুও সংরক্ষণের বিরোধিতা করেছিলেন।