জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ কথিত আছে “ডাক্তার মানেই ভগবান” কিন্তু বিভিন্ন সময়ে সেই ডাক্তারদের প্রায়শই রোগীর পরিজনদের কাছে হেনস্থা হতে হয়। কিছুদিন আগেও নীলরতন সরকার হাসপাতালে ডাক্তারদের আক্রান্ত হতে হয় এবং তারা অবস্থানে বসেন। শেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তার নিরসন হয়। তখনই মুখ্যমন্ত্রীর কাছে তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। এ বার চিকিৎসকরা আক্রান্ত হলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন অনলাইনে। ভাঙচুর হলে অভিযোগ জানাতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও। সঙ্গে সঙ্গে অভিযোগ পৌঁছে যাবে পুলিশ ও স্বাস্থ্য দফতরে। ব্যবস্থা নেবে প্রশাসন। দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্যে চালু হল এই ব্যবস্থা। নাম দেওয়া হয়েছে ‘ডক্টর্স পোর্টাল’। এই অনলাইন পোর্টাল চালু করে নজির গড়ল নবান্ন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।