কলকাতা

রাজ্যে লগ্নি করতে চলেছে উইপ্রো, মাইক্রোসফট, কর্মসংস্থানের বড় সুযোগ

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ আজ দুপুরে শহরবাসীর কাছে সবুজ সংরক্ষণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার আবেদন জানিয়ে বিড়লা তারামন্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি নজরুল মঞ্চে সবুজ বাঁচাও অভিযান নিয়ে আয়োজিত সম্মেলনে আসেন। এখানে এসে তিনি মঞ্চে ঘোষণা করেন এরপর থেকে  প্রতি বছর

পয়লা অগাস্ট সবুজ সংরক্ষণ দিবস হিসেবে পালন করবে রাজ্য সরকার। বনমন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দেন, পুজো কমিটি থেকে শুরু করে ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানগুলির হাতেও আরও বেশি করে গাছ তুলে দেওয়ার জন্য। এরপর তিনি আগে রাজ্যবাসীকে সুখবর দেন।  মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, শুধু উইপ্রোই নয়, রাজ্যে পা রাখছে আরেক তথ্যপ্রযুক্তি কোম্পানি মাইক্রোসফ্‌ট-ও।

রাজারহাটের সিলিকন ভ্যালিতে নিজেদের শাখা খুলবে এই দুই কোম্পানি। ৫০ একর জমি দেওয়া হচ্ছে উইপ্রোকে। সেখানে বিনিয়োগ করবে উইপ্রো। এর ফলে রাজ্যে কমপক্ষে ১০০০০ কর্মসংস্থান হবে। ই-ওয়েব এবং ই-কমার্স শিল্প চালু করবে মাইক্রোসফ্‌ট। এজন্য রাজ্যের ৬ লক্ষ তন্তুবায় শিল্পী

বা তাঁতি কাজ পাবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। শুধু বেকার যুবক- যুবতীদের চাকরিই নয়, তাঁতিরা মাইক্রোসফ্‌টের ই-কমার্স শিল্পের সঙ্গে যুক্ত হলে তাঁদের অর্থসংস্থানেও অনেক বৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেছেন মমতা। রাজ্যের তন্তবায় শিল্প আরও উজ্জ্বল হবে বলে তাঁর মত।