দেশ

শেষ সই-এর জন্যই গ্রেফতার, টুইটে ভাবুক চিদাম্বরম

নয়াদিল্লি: অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, যে সব অফিসাররা মামলায় অন্তর্ভূক্ত তাঁরা কেউ গ্রেফতার হলেন না৷ কিন্তু আপনি শেষ সইটি করেছেন বলেই গ্রেফতার হলেন? আমি কোনও উত্তর দিতে পারি না৷ টুইট করে জানালেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদাম্বরম৷ তিহার জেলবন্দী চিদাম্বরম কীভাবে টুইট করছেন যারা ভাবছেন, তাদের জন্য টুইটের প্রথমেই একটি লাইন ছেড়ে রেখেছেন প্রাক্তন অর্থমন্ত্রী৷ তিনি লিখেছেন, আমি আমার পরিবারকে আমার পক্ষ থেকে টুইট করতে বলেছি৷ পরে অবশ্য নিজের টুইটে একটি মন্তব্যও লিখেছেন তিনি৷ বলেছেন, কোনও অফিসার ভুল করেননি৷ আমি চাই না কেউ গ্রেফতার হোক৷তিহারে জেল নম্বর ৭, ওয়ার্ড নম্বর ২, সেল নম্বর ১৫-ই এখন পি চিদাম্বরমের বর্তমান ঠিকানা। আইএনএক্স মিডিয়া কেস-এ সিবিআই গ্রেফতার করেছে চিদাম্বরমকে৷ জেলে তার প্রতিবেশি জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীনেতা ইয়াসিন মালিক৷ প্রাক্তন অর্থমন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকে জোর আলোচনা শুরু হয়ে যায়, মোদী সরকারের বিরুদ্ধে সব থেকে আক্রমণত্মক কন্ঠকেই গ্রেফতার করেছে সিবিআই৷ একসময় স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে অমিত শাহ’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল চিদাম্বরম৷ স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তা সুদে-আসলে ফিরিয়ে দিয়েছেন শাহ৷