দেশ

সংবিধানের প্রতিলিপি ছিঁড়ে রাজ্যসভায় তোলপাড় পিডিপি সাংসদের

নয়াদিল্লিঃ আজ কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ করার প্রস্তাব করার সঙ্গে সঙ্গেই তোলপাড় হল রাজ্যসভায়। কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাব দেশের সংবিধানকে হত্যা করেছে, এমনই অভিযোগ তুললেন বিরোধীরা। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবের বিরোধিতা করে নিজের জামা ছিঁড়ে, সংবিধানের প্রতিলিপি ছিঁড়ে প্রতিবাদ করলেন পিডিপি সাংসদ মির মহম্মদ ফায়াজ। ওই ঘটনায় অবাক হয়ে যান সংসদের সাংসদরা। ফায়াজকে সভা থেকে বেরিয়ে যেতে বলেন ক্ষুব্ধ চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।   অমিত শাহের বিবৃতির প্রবল বিরোধিতা করেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ-সহ সমস্ত বিরোধী দলের নেতারা। আজাদ বলেন, ‘গণতন্ত্রকে আজ খুন করল বিজেপি।’ পিডিপি নেত্রী টুইট করে এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করে বলেন, ‘আজ ভারতীয় গণতন্ত্রের কালো দিন। ৩৭০ ধারাকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। এটা সম্পূর্ণ অসাংবিধানিক।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্রের পরিকল্পনাটা এখন স্পষ্ট। রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে জম্মু-কাশ্মীর দখল করতে চাইতে তারা। কাশ্মীরকে যে কথা দেওয়া হয়েছিল, তা রাখতে ব্যর্থ হয়েছে ভারত।’ অন্য দিকে,ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা এক বিবৃতি জারি করে জানান, ‘এটা একটা হতাশাজনক সিদ্ধান্ত। কাশ্মীরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হল।’