কলকাতা জেলা

সকালে ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে জয়ী তৃণমূল, বিকেলে খারিজ হাইকোর্টে

বৃহস্পতিবার সকালে ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটের পর সবুজ আবিরে উৎসব শুরু করে দিয়েছিল শাসকদল। কিন্তু বিকেলেই কলকাতা হাইকোর্ট ওই আস্থা ভোট খারিজ করে দিল। জানিয়ে দিল, ভাটপাড়ার ভবিষ্যৎ পুর আইন মেনে ঠিক হবে। পরবর্তী পদক্ষেপ কী হবে তা আদালত বলে দেবে। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর দুর্গ বলে খ্যাত ভাটপাড়া পুরসভায় বড় ধাক্কা খেতে হল বিজেপিকে। বৃহস্পতিবার ছিল ভাটপাড়া পুরসভার আস্থা ভোট। সেখানে বিজেপির কোনও কাউন্সিলর যাননি। অন্যদিকে বোর্ড দখলের ম্যাজিক ফিগারের থেকে বেশি সংখ্যক তৃণমূল কাউন্সিলর এক্সিকিউটিভ অফিসারের ডাকা বৈঠকে উপস্থিত হন। ১৯-০ ব্যবধানে জিতে ভাটপাড়া পুরসভার দখল নেয় শাসকদল। তখনই অর্জুন বলেছিলেন, আদালতে দেখা হবে তৃণমূলের সঙ্গে। ব্যারাকপুরের সাংসদ আরও বলেন, “আগামী ২০ জানুয়ারি চেয়ারম্যান সৌরভ সিং আস্থা ভোটের জন্য বৈঠক ডেকেছেন। তার আগে এই ধরনের বৈঠক পুর আইন অনুযায়ী বেআইনি।” হলও তাই।  যদিও বিচারপতি অরিন্দম সিনহা এদিনের ফলাফল ও বৈঠক খারিজ করে দেওয়ার পর তৃণমূলের তরফে প্রস্তুতি শুরু হয়েছে ডিভিশন বেঞ্চে যাওয়ার।