বনগাঁ, উত্তর ২৪ পরগনা: গতকাল রাতের বেলায় উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালীতে বিজেপি তৃণমূল এর সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়। এই ৪ জনই বিজেপির কর্মী বলে তারা দাবী করে আজ বনগাঁ বাটামোড়ে দুপুর ১ টার সময় বিজেপির পহ্ম থেকে পথ অবরোধ করে। উত্তর ২৪ পরগণা জেলার ভারতীয় জনতা পার্টির সহসভাপতি শ্রী দেবদাস মন্ডল, জেলার ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক শোভন বৈদ্য, জেলা সহসভাপতি মধুসূদন মন্ডল সহ বনগাঁ ও জেলার একাধিক নেতৃবৃন্দের নেতৃত্বে অসংখ্য বিজেপি কর্মীরা আধঘন্টা ধরে এই ব্যস্ততম রাস্তা অবরোধ করে রাখে। অবরুদ্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় সমস্ত শহর জুড়ে। দেবদাস মন্ডল একই সাথে তীব্র হ্মোভ উগ্রে দেন বনগাঁর চেয়রাম্যানের বিরুদ্ধে। তৃণমূলের ১৪ জন কাউন্সিলার সম্প্রতি তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে ইতিমধ্যেই মহকুমা শাসকের কাছে চিঠি দিয়েছেন। আজ এই প্রতিবাদ সভা থেকে সন্দেশখালীর ঘটনায় খুনিদের ফাঁসির দাবীও করা হয়। লোকসভা ভোটে তৃনমূলের শোচনীয় পরাজয়ের পর বিপুল পরিমানে বিজেপি কর্মীদের উৎসাহ উদ্দীপনা দেখা যায় আজকের এই পথসভা থেকে।