গত রবিবার মহাকাশ বিজ্ঞানে ভারতের এই নতুন মাইলফলকের সাফল্যের আশায় সকলে যখন সময় গুনছিলেন তখনই মধ্যরাতে চাঁদে পাড়ি দেওয়ার ১ ঘণ্টা আগে আচমকা জানতে পারা যায় চন্দ্রাভিযান আপাতত স্থগিত। কিছু প্রযুক্তিগত সমস্যা শেষ মুহুর্তে ধরা পড়ায় স্থগিত হয় চন্দ্রায়ন-২ মিশন। জানা যায় যানটির জ্বালানি ট্যাঙ্কে সমস্যা দেখা দিয়েছে। তারপরই প্রশ্ন ওঠে এই সমস্যা মিটিয়ে কবে চাঁদে পাড়ি দিচ্ছে চন্দ্রযান? সে প্রশ্নের উত্তর এখনও আনুষ্ঠানিকভাবে দেয়নি ইসরো। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরোর এক আধিকারিক সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন চন্দ্রযান হয়তো আগামী ২০ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে চাঁদের পাড়ি দেবে। চাঁদে পাড়ি দেওয়ার আগেই যে সমস্যা ধরা পড়েছিল তা মেটানো সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন ওই আধিকারিক।