মালদা

সাড়ে সাতশ বছর থেকে হয়ে আসছে ঝান্ডা উৎসব

মালদা, হক জাফর ইমামঃ মালদা ইংরেজবাজার শহরে পৌরসভার অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতরের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ঝান্ডা উৎসব উদযাপন হয়।এই ঝান্ডা উৎসব প্রায় সাড়ে সাতশ বছর থেকে হয়ে চলে আসছে, এবারও তার ব্যতিক্রম হলো না প্রথা মেনে সিন্নি সালাদ বক্সানো ও দোয়া খায়ের আয়োজন করা হয়। ঝান্ডা নিয়ে আসা মুসাফিরদের কাছে জানা গিয়েছে ঈদুল ফিতরের দিন পান্ডুয়া শরীফ থেকে ঝান্ডা নিয়ে সমবেতভাবে ঝান্ডা বহনকারীরা পায়ে হেঁটে তারা পুরাতন মালদা মালদা এসে সিন্নি ফতেহা করে এবং ফাতিহা শেষে আবার ঝান্ডা বহনকারীরা মহানন্দা নদী ঘাট পার হয়ে পিরানাপিরের উদ্দেশ্যে রওনা দেয় পরের দিন পিরানাপির থেকে রওনা দিয়ে মালদা ইংরেজবাজার শহর ১৭ নম্বর ওয়ার্ড হয়ে পান্ডুয়ার দিকে রওনা দেয়। । মাওলানা শফিকুল আলম কালিমী জানান আজ থেকে প্রায় সাড়ে সাতশ বছর আগে পান্ডুয়া শরীফের পীর হযরত মখদুম শাহ বাবা ঈদের নামাজ পড়ে তিনি আর এক পীর অর্থাৎ পিরানাপিরে আর এক পীরের সাথে সাক্ষাৎ করতে যেতেন, সেই সিলসিলা আজও অব্যাহত রয়েছে ।এই ঝান্ডা উৎসবে দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে নিজের মানত করে এবং যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে চাদর পেস করে এবং সিন্নি ফাতেহা করে।