হক জাফর ইমাম, মালদা: সারা দেশের সাথে মালদা জেলাতেও মহাসমারোহে উদযাপন পবিত্র মহরম। মালদা ইংরেজবাজার শহরে মহরম উৎসবের শোভাযাত্রায় পায়ে পা মেলান জেলা তৃণমূল নেত্রী ও রাজ্য মহিলা কমিশনের সহ-সভাপতি মৌসম বেনাজির নূর, দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার পৌরপিতা নিহার রঞ্জন ঘোষ সহ কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এছাড়াও হরিশ্চন্দ্রপুর,রতুয়া, চাঁচল সহ কালিয়াচকের বিভিন্ন এলাকায় পালিত হল মহরম উৎসব। এই দিনের পবিত্র মহরম সম্পর্কে মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা পৌরসভার পৌরপিতা নিহার রঞ্জন ঘোষ জানান মহরমে প্রতিবছরের ন্যায় এ বছরও পৌরসভার থেকে যেসব জায়গাগুলিতে লাঠি খেলা হয় সেসব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্ন বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও পৌরসভা থেকে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় মেডিকেল ক্যাম্প করা হয়েছে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসুর উদ্যোগে। এই
দিনকে কেন্দ্র করে জেলা জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সুষ্ঠভাবে সম্পূর্ণ হয় মহরমের উৎসব তাই। পাশাপাশি মালদা মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের সালাবৎ গঞ্জ গ্রামে দরগার সামনে দেখা গেল বিভিন্ন ধরনের লাঠি খেলা এবং কসরত ।এই লাঠি খেলার জন্য দূর-দূরান্ত থেকে দলে দলে এসেএ দরগার সামনে এসে লাঠিখেলা প্রদর্শন করে। অপরদিকে পবিত্র মহরম উপলক্ষে তাজিয়া ও লাঠি খেলায় মাতলো মালদা চাচোল। দশমীর দিন অর্থাৎ মঙ্গলবার রাতে তাজিয়া কাঁধে নিয়ে এক বিশাল শান্তি মিছিল চাচল শহর পরিক্রমা করে এই দিন চাঁচলের খেলেনপুর পীরগাদায় বিভিন্ন এলাকায় মহরম দলগুলি জমায়েত হয়। এরপর সেখান থেকে দলগুলি একত্রিত হয়ে এক বিশাল শান্তি মিছিল বের হয়।এই মিছিলে পাশাপাশি তাজিয়া ও পাশাপাশি লাঠি ও আগুনের খেলা দেখতে পাওয়া যায়। তেমনি নজর পরে বিভিন্ন সামাজিক বার্তাও। পুলিশি ব্যবস্থাও ছিল আঁটোসাঁটো। শান্তিপূর্ণভাবে এদিন তারা এই শোক মিছিলটি করেন।