দেশ

স্পিকারকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে ভারসাম্যের রায় দিল শীর্ষ আদালত

নয়াদিল্লিঃ আজ সুপ্রিম কোর্টের রায়ে আরও চাপ বাড়ল কুমারস্বামীর ওপর। কারণ বিদ্রোহী বিধায়কদের পদত্যাগের ব্যাপারে স্পিকারের ওপরে চাপ সৃষ্টি করল না সর্বোচ্চ আদালত। উলটে আদালত জানিয়ে দিয়েছে বিদ্রোহীদের পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, সেটা একমাত্র স্পিকারই ঠিক করবেন। কর্নাটক মামলায় বুধবার এই রায় দেওয়ায় স্নায়ুর চাপ বাড়ল কুমারস্বামীর বলে মনে করা হচ্ছে। এদিন বিদ্রোহীদের পক্ষেও একটি কথা বলেছে শীর্ষ আদালত। আস্থাভোটে অংশগ্রহণ করার ব্যাপারে বিদ্রোহীদের ওপরে কেউ কোনও চাপ সৃষ্টি করতে পারবে না বলেও সাফ জানানো হয়েছে আদালতের পক্ষ থেকে। শীর্ষ আদালতে সওয়াল-জবাব চলার সময় আদালতে বিদ্রোহীরা বলেছিলেন, তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করা উচিত স্পিকারের।