গত তিনদিনে যোগীর রাজ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একটি শিশুও রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের গুলিতেই সাধারণ মানুষ মারা গিয়েছে। অন্যদিকে পুলিশের দাবি তারা গুলি চালায়নি। যদিও স্পষ্ট প্রমাণ মিলেছে ভিডিওতে, যে পুলিশই গুলি চালিয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের ২১টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। গোটা রাজ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।