মেটিয়াবুরুজ কাণ্ডের প্রতিবাদে শিয়ালদহ থেকে মিছিলের ডাক দিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ। শহরে মিছিল করার জন্য পুলিশের কাছে আবেদন করেছিল হিন্দু জাগরণ মঞ্চের। শিয়ালদহ স্টেশন থেকে মিছিল শুরু করার কথা ছিল তাদের। কিন্তু লালবাজারের তরফে সেই অনুমতি দেওয়া হয়নি। এর পরেও হিন্দু জাগরণ মঞ্চ মিছিলের চেষ্টা করলে শুরুতেই তাদের রুখে দেওয়ার জন্য শিয়ালদহ স্টেশন চত্বরে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছিল। বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি সেখানে মোতায়েন করা হয়েছিল জলকামানও। এই পরিস্থিতিতে রণকৌশল বদলে শিয়ালদহ স্টেশনের পরিবর্তে এনআরএস হাসপাতাল থেকে মিছিল শুরু করেন হিন্দু জাগরণ মঞ্চের শ’খানেক সমর্থক। তখন সেখানে মাত্র পাঁচ থেকে ছ’জন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। ফলে পুলিশের বাধা উপেক্ষা করে বেশ কিছুটা এগিয়ে যায় মিছিল। মিছিল এগিয়ে যায় মৌলালির দিকে। এদিকে, খবর পেয়ে দ্রুত মৌলালির দিকে এগিয়ে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মিছিলের গতিরোধ করার চেষ্টা করলে দুই তরফে ধস্তাধস্তি শুরু হয়।এই পরিস্থিতিতে মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা এনএন ব্যানার্জি রোড সংলগ্ন এলাকার অলিতেগলিতে পালিয়ে যান। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরার দাবি, অনুমতি নিয়েই মিছিল করা হচ্ছিল।