জেলা

অপরাধ রুখতে জেলা জুড়ে অভিযান পুলিশের

মেদিনীপুরঃ জেলায় অপরাধের মাত্রা রুখতে এবার জাল সিম আটক অভিযানে নামল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সোমবার মেদিনীপুর জেলার কোতোয়ালী থানার পুলিশ বিশেষ সুত্র মারফত খবর পেয়ে জাল সিম আটক অভিযানে নামে।মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া থেকে এদিন থেকে ২৮ টি সিম কার্ড সক্রিয় ও একটি মোবাইল ফোন এবং বেশকিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় পত্রের জেরক্স কপি বাজেয়াপ্ত করল পুলিশ। একই সাথে বাণ্টি চৌধুরী নামে এক জাল সিম বিক্রেতাকে গ্রেফতার করল কোতোয়ালী পুলিশ। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানান, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।তিনি জানান, বিভিন্ন ধরনের অপরাধে এই ধরনের ভুয়ো সিম কার্ড ব্যবহার হয় এবং এগুলো সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। এই ক্ষেত্রে সিম কার্ড বিক্রেতারা এক ব্যক্তির পরিচয়পত্রের ভিত্তিতে একাধিক সিম কার্ড সক্রিয় করে ফেলে এবং সেই সক্রিয় সিমকার্ড চড়া দামে অন্য কাউকে বিক্রি করে।পুলিশ সুপার বলেন, এই ধরনের সিম শুধু জেলা নয় আন্তর্জাতিক স্তরেও অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে। তাই জেলা পুলিশ ভুয়ো সিম কার্ড বাজেয়াপ্ত করার অভিযান ধারাবাহিক ভাবে চালিয়ে যাবে। যাতে পশ্চিম মেদিনীপুর জেলায় একটিও ভুয়ো সিম কার্ড কেউ যেন বিক্রি না করতে পারে, সেই চেষ্টাই করবে জেলা পুলিশ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইসি কোতোয়ালী পার্থপ্রতীম পাল সহ অন্যান্য পুলিশ কর্তারা।