দেশ

অবশেষে জামিন পেলেন সিএএ প্রতিবাদে গ্রেফতার ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ, পুলিশকে ভর্ত্‍সনা বিচারপতির

অবশেষে জামিন পেলেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। বিনা অনুমতিতে জামা মসজিদে নয়া নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ সংগঠিত করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিল দিল্লি পুলিশ। প্রতিবাদ করা নাগরিক অধিকার, এই যুক্তিতেই তিস হাজারি আদালত জামিন দিল তাঁকে। মঙ্গলবারই তাঁর জামিনের শুনানি শুরু হলে দিল্লি পুলিশকে ভর্ত্‍সনা করে তিস হাজারি আদালতের বিচারক। আদালত জানিয়ে দেয়, বিক্ষোক্ষ প্রদর্শন নাগরিক অধিকার। সেই অধিকার কেড়ে নিতে পারে না দিল্লি পুলিশ। কাজ হয়নি তাঁর বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ এনেও। বিচারক কামিনী লাউ সরকারি আইনজীবীকে ভর্ত্‍সনা করে বলেন, ”কোথায় হিংসা, চন্দ্রশেখরের সোশ্যাল মিডিয়ার পোস্টে কোথায় ভুল? কেন প্রতিবাদ করা যাবে না? সংবিধানটা আদৌ পড়ে দেখেছেন?” উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর চন্দ্রশেখরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। জামা মসজিদ চত্বর থেকে আটক করা হয় হয় তাকে। দিল্লি পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ লুকোচুরি খেলার পরে ধরা দিতে বাধ্য হন চন্দ্রশেখর। তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।