আগামীকাল শুরু হচ্ছে তাঁর দু-দিনের সফর । স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম কাশ্মীর সফরে যাচ্ছেন তিনি । মন্ত্রী হওয়ার পরেই অনুপ্রবেশ, জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ও কেন্দ্র-রাজ্য সম্পর্কের ওপর জোর দেবেন বলে জানিয়েছিলেন অমিত শাহ । তার আগে কাশ্মীরের নিরাপত্তা পর্যালোচনা। এছাড়াও অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এবছরে অমরনাথ যাত্রার জন্য সর্বোচ্চ নিরাপত্তা বন্দোবস্ত করা হচ্ছে। এবার সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশ ছাড়াও সব থেকে বেশি প্রায় ৪২ হাজারের মতো আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। ১ জুলাই ৪৬ দিনের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এবারে জঙ্গি হামলা মোকাবিলায় নির্দিষ্ট বাহিনী ছাড়াও, ছটি কুইক অ্যাকশন টিম মোতায়েন করা হচ্ছে। এই টিমগুলির হাতে থাকবে অত্যাধুনিক অস্ত্র। এই টিমগুলি গত বছরের জানুয়ারি থেকে ইতিমধ্যেই একাধিক সফল জঙ্গি মোকাবিলায় অংশ নিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলির তরফে হেলিকপ্টার এবং ড্রোনের নজরদারির ওপর জোর দিয়েছে বলে জানা গিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, রাতে নজরদারির ওপরও জোর দেওয়া হয়েছে। রাখা হচ্ছে মোবাইল চেকপোস্ট, কিউআরটির ব্যবস্থা। অমরনাথ যাত্রীদের বাসে আরএফআইডি ট্যাগও থাকতে চলেছে। এছাড়াও একএক যাত্রীর জন্য আলাদা আলাদা বারকোডও থাকতে চলেছে। যাতে প্রত্যেক যাত্রীকে সহজেই চিহ্নিত করা কিংবা তাঁদের যাতায়াতের ওপর নজরদারি করা যায়।