কলকাতা

অমিত শাহের সভার আগে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কলকাতাঃ শহিদ মিনারে সভা করার জন্য কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহের এই কর্মসূচির আগেই উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা। রবিবার সকাল থেকেই শহরেরএকাধিক জায়গায় বিক্ষোভ দেখানো শুরু করেন বাম ও কংগ্রেস কর্মীরা। বিক্ষোভ দেখান বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরাও। আর এই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে ধর্মতলায়। রবিবার সকাল থেকেই শহিদ মিনারে পৌঁছে গিয়েছিলেন বিজেপির রাজ্য নেতারা। আসতে শুরু করেছিলেন কর্মী সমর্থকরা। আর তার মধ্যে শহরের একাধিক জায়গায় বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। বিক্ষোভ শুরু হয় ধর্মতলা চত্বরেও। এই পরিস্থিতিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল প্রচুর পুলিশ। ছিল ব্যারিকেড। কিন্তু বেলা গড়াতেই বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। এখনও উত্তপ্ত হয়ে রয়েছে ধর্মতলার পরিস্থিতি। বিক্ষোভকারীদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিজেপির সঙ্গে গোপনে সেটিং করে নিয়েছে। তাই অমিত শাহের সভা ঘিরে এত সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। দিল্লির সংঘর্ষ, নাগরিকত্ব আইন, এনআরসি, এনপিআর নিয়েই তো বিক্ষোভ দেখাচ্ছে বাম-কংগ্রেস ও ছাত্র-ছাত্রীরা। তাদেরই আটকাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। লাঠিচার্জ করা হচ্ছে। অথচ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেও বিজেপির এই নাগরিকত্ব আইন, এনআরসি, এনপিআর-এর বিরোধিতা করছেন। তৃণমূলনেত্রীর এই দ্বিচারিতা সাধারণ মানুষ বুঝতে পারছেন বলেই অভিযোগ বিক্ষোভকারীদের।