দিল্লিতে হিংসার সঙ্গে এক হয়ে যাওয়া স্লোগান ‘গোলি মারো’ স্লোগান শোনা গেল এ বার কলকাতাতেও। রবিবারও শহিদ মিনারে অমিত শাহর জনসভায় আসার সময়ই বিজেপির মিছিল থেকে একদল বিজেপি কর্মী সমর্থককে বলতে শোনা গেল ‘দেশ কে গদ্দারোঁ কো , গোলি মারো সালোঁ কো’। তবে পুলিশ ওই মিছিল থেকে আটক করে তিন জনকে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর কথায়, এরা কারা? এরা বাংলার শান্তি, সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে। দিল্লির ‘গোলি মারো’ স্লোগান তুলে ধর্মীয় ভেদাভেদের রাজনীতিকে এই রাজ্যে আমদানি করতে চাইছে। বাংলার মানুষই এর জবাব দেবেন বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।


