দেশ

অমিত শাহ সেজে রাজ্যপালকে ফোন, ধরা পড়লেন বায়ুসেনার উইং কমান্ডার

গত বছর ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডার, অভিনন্দন বর্তমান সারা দেশকে গর্বিত করেছিলেন। আর এবার সেই একই বাহিনীর আরেক উইং কমান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর ভেক ধরে মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডনকে ফোন করতে গিয়ে ধরা পড়ে নাম ডোবালেন বায়ুসেনার। রাজ্যপুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) ওই সিনিয়র আইএএফ অফিসারকে গ্রেফতার করেছে। কিন্তু কেন অমিত শাহ সাজতে গেলেন তিনি? কারণ জানলে অবাক হবেন। ভারতীয় বায়ুসেনা বাহিনী (আইএএফ)-এর উইং কমান্ডার কুলদীপ বাঘেলা বর্তমানে নয়াদিল্লিতে নিযুক্ত ছিলেন।