দেশ

অর্থমন্ত্রীর বাজেট পেশের পরেই হু হু করে ধস নামল শেয়ার বাজারে, সেনসেক্স পড়ল প্রায় ১০০০ পয়েন্ট

বাজেটে করছাড়। একাধিক ঘোষণা। অর্থনীতিকে চাঙ্গা করার একাধিক পদক্ষেপ। কিন্তু সবই যেন বিফলে গেল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার পরই ধস নামল শেয়ার বাজারে। দিনের শেষে শেয়ার বাজার বন্ধের সময় ৯৮৭.৯৬ পয়েন্ট কমে সূচক দাঁড়িয়েছে ৩৯৭৩৫.৫৩ পয়েন্টে। এর মধ্যে এইচডিএফসি লাইফ, আইসিআইসিআই প্রু, এসবিআই–এর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। স্টেট ব্যাঙ্কের শেয়ার এই মুহূর্তে ৬.৩ শতাংশ ঘাটতিতে বেচাকেনা হচ্ছে। আইসিআইসিআই প্রুডেনশিয়াল ব্যাঙ্কের শেয়ারের পতন ৬.৬ শতাংশ। এইচডিএফসি লাইফ ইনসুরেন্সের পতনের পরিমাণ ৩.৪ শতাংশ। বাজার বিশেষজ্ঞদের ধারনা, বাজেটের পর সেনসেক্সে অন্তত ১ শতাংশের পতন হতে পারে। একই সঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটির সূচকেও ব্যাপক পতন হয়েছে। একটা সময় নিফটিও আড়াইশো পয়েন্টের বেশি কমে গিয়েছিল। নির্মলার বাজেট বক্তব্যের পর তাঁর কিছুটা উন্নতি হয়। তাতেও এক শতাংশের বেশি পতনে শেষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিফটি ২২৫ পয়েন্টের নিচে ঘোরাফেরা করছে। অর্থনৈতিক মহলের ধারনা, নির্মলা সীতারমণের বাজেট বিনিয়োগকারীদের আশা পূরণে ব্যর্থ। বাজেটে শিল্পে বড় কোনও বিনিয়োগের ঘোষণা করা হয়নি নেই। কর কমানোর কথা ঘোষণা করলেও শেষবেলায় অধিকাংশ করছাড় বাতিল করা হয়েছে। পাশাপাশি এলআইসি–র মতো সংস্থার শেয়ার বিক্রির কথা ঘোষণা করা হয়েছে। আর এইসবের কারণেই হু হু করে ধস নামছে শেয়ার বাজারে।