কলকাতা

‘অশিক্ষিত, গরিব মহিলারা রাস্তায় বসে আছে’, শাহিনবাগ- পার্ক সার্কাস নিয়ে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

শাহিনবাগে যাঁরা বসে আছেন তাঁরা সবাই অশিক্ষিত। কোলে বাচ্চা নিয়ে বসে থাকারা বিনা পয়সায় বিরিয়ানি খাচ্ছে। সব পয়সা আসছে বিদেশ থেকে। এমন ভাবেই শাহিনবাগের আন্দোলনকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন কলকাতায় দলীয় কর্মী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ফের সিএএ বিরোধী বিক্ষোভকারীদের আক্রমণ করেন দিলীপ ঘোষ। রাজ্য স্তরের নেতারা ছাড়াও দলের বিধায়ক এবং সাংসদদের নিয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক বসে আইসিসিআর-এ। সেখানেই বক্তব্য রাখছিলেন দিলীপ ঘোষ। সেখানেই পার্ক সার্কাস আর শাহিনবাগের আন্দোলনকারীদের গরিব এবং অশিক্ষিত বলে কটাক্ষ করেন তিনি। বিশেষ করে তিনি পার্ক সার্কাস আর শাহিনবাগের বিক্ষোভকারীদের আক্রমণ করেন। দিলীপ ঘোষ এইসব বিক্ষোভকারীদর গরিব এবং অশিক্ষিত বলে কটাক্ষ করছেন। পাশাপাশি তাঁর আরও অভিযোগ বিদেশের টাকায় আন্দোলনকারীদের বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। দিলীপ ঘোষ যখন এই মন্তব্য করছেন, তখন একই মঞ্চে ছিলেন মুকুল রাায় সহ বিজেপি নেতারা। কেন্দ্রীয় নেতা রাম মাধবও সেখানে উপস্থিত ছিলেন।