কলকাতা: তৃণমূল কংগ্রেসের তরুণ সাংসদ ও বাংলা অভিনেত্রী নুসরাত জাহান আরও একবার বিতর্কে জড়িয়ে পড়লেন৷ দুর্গাপূজা উপলক্ষে নুসরত তাঁর স্বামী নিখিল জৈনকে নিয়ে কলকাতায় প্যান্ডেলে যাওয়ায় মৌলবাদীদের তোপের মুখে পড়লেন৷ তাঁর এই কাজে বেজায় ক্ষুব্ধ হয়েছেন দেওবন্দী ওলামা৷ দুর্গামণ্ডপে পুজোর ক্ষেত্রে দেওবন্দী ওলামা বলেছেন, ‘নুসরত জাহানকে যদি ধর্মহীন কাজ করতে হয়, তবে তিনি তাঁর নাম পরিবর্তন করে নিতে পারেন৷’রবিবার দুর্গাষ্টমী উপলক্ষে নুসরত তাঁর স্বামী নিখিল জৈনকে নিয়ে কলকাতার প্যান্ডেলে গিয়েছিলেন৷ হিন্দি সধবা মহিলার মতোই কপালে সিঁদুরের টিপ পড়েছিলেন৷ তিনি সেখানে পুজোর ঢাকও বাজান৷ আর তাতেই বেজায় চটেছেন দেওবন্দী ওলামা৷ তিনি তাঁর অসন্তোষের কথা প্রকাশ করেছেন। দেওবন্দী ওলামা বলেছেন, ‘নুসরাত জাহান কেন অন্য ধর্মের হয়ে কাজ করছেন?’ তিনি বলেছেন, ইসলামে আল্লাহ ব্যতীত অন্য কারও কাছে দোয়া করা হারাম। নুসরাত জাহানকে যদি ধর্মহীন কাজ করতে হয়, তবে নুসরত জাহান কেন তার নাম পরিবর্তন করবেন? কেন তিনি এই জাতীয় কাজ করে ইসলাম ও মুসলমানদের অবমাননা করছেন। দেওবন্দী ওলামা আরও বলেছেন, নুসরত জাহানের এই রীতিটি প্রথমবার প্রকাশিত হয়নি৷ এর আগেও তিনি পুজো করেছেন৷ একই ধরণের কাজের পুনরাবৃত্তি করে তিনি এবারও দুর্গার পুজো করেছেন৷ আমার মতে, এ জাতীয় কাজ ইসলামে ন্যায়সঙ্গত নয়। আগের মতো এবারও নুসরাত জাহান সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি বিরোধের দিকে মনোযোগ দেন না এবং যা করতে হবে তা করেন। নুসরত বলেন, এটি তাঁর স্টাইল। প্রসঙ্গত, এর আগেও সংসদে পুজো প্যান্ডেলে যাওয়া, শাড়ি-সিঁদুর এবং আধুনিক পোশাকে যাওয়ার জন্য নুসরতকে ট্রল করা হয়েছিল।